কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক স্বাক্ষরতা সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা শহর ঘুরে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বিল্লাল, অপূর্বর লাল ভট্টাচার্য, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, খোকসা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন, নাজমা আক্তার প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
বক্তাগন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট