কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ যুবজোটের সন্ত্রাসীদের উপর্যুপরি ধারালো অস্ত্র ও গুলির আঘাতে, পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক (৩৭) মারা য়ায়। সন্ত্রাসী হামলায় নিহত সঞ্জয় প্রামানিক হত্যাকাণ্ডে জড়িত আসামিদের অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে এবং খুনীদের ফাঁসির দাবী করে ভেড়ামারা পুঁজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পরে শহরে মানববন্ধন পুলিশের কড়া পাহারার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। বর্তমানে শহরের পরিস্থিতি কিচ্ছুটা স্বাভাবিক থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে মোড়ে মোড়ে।
হামলার পর চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ার ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের (৩৭) নিহতের পর তাঁর পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। সঞ্জয় নেই, তা যেন মানতেই পারছেন না তাঁর মা-বাবা ও স্ত্রী। ছেলেকে খোঁজে ফিরছেন তাঁরা।
১২আগষ্ট,শনিবার সকাল ১১টার সময় ভেড়ামারা জগৎ জননী মুন্দির কমিটির সভাপতি অমর চাঁদ কুন্ডৃ’র সভাপত্বিতে ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাবের সামনে হিন্দু সম্প্রদায় বিশাল এক মানব বন্ধন কর্মসূচী পালন করে।
হত্যা মামলার প্রধান আসামী জাতীয় যুবজোট জাসদ নেতা ও কিশোর গ্যাং এর প্রধান মুস্তাফিজুর রহমান শোভন ও ইয়ামিনসহ খুনীদের ফাঁসি দাবী করে সভায় বক্তব্য রাখেন, সঞ্জয় কুমার পরামানিক এর স্ত্রী বিথী রানী প্রামানিক। ভাই সম্পদ কুমার প্রামানিক। কুষ্টিয়া পূঁজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ। কুষ্টিয়া পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়। জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস। মিরপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি সঞ্চয় কুমার পাল। মিরপুর পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি কাঞ্চন হাওলাদার। ভেড়ামারা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর চাঁদকুণ্ড। জগৎ জননী মাতৃমন্দিরের ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রদীপ সরকার।
মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও ভেড়ামারা উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু প্রমূখ।
উল্লেখ্য, স্থানীয় আধিপত্য ও ভেড়ামার শহরের জগৎ জননী মন্দিরের কমিটি গঠন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের বিরোধের জেরে বুধবার (০২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ভেড়ামারা গোডাউন মোড়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামাণিকের ওপর হামলা হয়। এ সময় উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখমসহ গুলিতে গুরুতর আহত হয় সঞ্জয় । পরে বুধবার (০৯ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রিন্ট