ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভেড়ামারায় তাপদাহে তালপাতার হাত পাখা বানানোর ধুম Logo শ্রীপুরে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা Logo নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে ৮ খড়ের গাদায় আগুন Logo চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন মাহমুদা বেগম কৃক Logo নাটোরের লালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত Logo আলতাব আলী ফাউন্ডেশন প্রবাসী বাঙালিদের অবদানের স্বীকৃতি দাবি করেছে Logo বাসায় ফেরার পথে অরক্ষিত রেল ক্রচিং ট্রেনে কাটা পড়ে এসআই নিহত Logo বোয়ালমারীতে ওয়েসিস বেকারী এন্ড পেস্ট্রি শপের শাখার উদ্বোধন Logo চাটমোহরে বিভিন্ন নদীতে অবৈধভাবে মাটি ও বালি কাটার অভিযোগে সংবাদ সম্মেলন Logo ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে কবি মিনতি দত্ত মিশ্রর সংবর্ধনা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

অনাবৃষ্টির কারণে কৃষকের দুশ্চিন্তা আত্রাইয়ে আমন চাষে অনিশ্চয়তা

শষ্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। এ উপজেলার মানুষ কৃষি নির্ভর। আত্রাই উপজেলার উৎপাদিত কৃষি পণ্য ধান, পাঠ, সরিষা, গম, ভুট্টা এবং শাক সবজিসহ নানা ফসল এ উপজেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে।

এ বছর অনাবৃষ্টির কারণে ও প্রচন্ড তাপদাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। অন্য দিকে এ উপজেলার কৃষি জমি শুকিয়ে যাচ্ছে। বিকল্প হিসেবে স্হানিয় কৃষকরা বিভিন্ন এলাকায় গভীর নলকূপের পানি দিয়ে জমি চাষ করতে ব্যাস্থ হয়ে উঠেছে। চলতি মৌসুমে আত্রাই উপজেলায় ৯৬০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।

কিন্তু গত কয়েক মাস বৃষ্টি পাত কম হওয়ায় ও প্রচন্ড তাপদাহের কারণে মাঠের জমি শুকিয়ে গেছে। এ কারণে উপজেলার কৃষকরা সময় মত আমন ধানের চারা বপন করতে পারছে না ফলে শালো মেশিন ও গভীর নলকূপ দিয়ে পানি সেচ দিয়ে অনেক কৃষক ধানের চারা বপন করলেও প্রায় ৪০০০ হেক্টর জমিতে পানির অভাবে আমন ধানের চারা বপন করতে পারবেন না এলাকার কৃষকরা।

এই কারণে জমি গুলে অনাভাদি হিসেবে পরে থাকার আশঙ্কা রয়েছে। সরজমিনে আহসানগঞ্জ ইউনিয়নের বজ্রপুর গ্রামের কৃষক আলাউদ্দিন, মিঠু, মিজানুর, বাবু ও আউব আালী বলেন, এবছর কমবৃষ্টির কারণে ও প্রচন্ড তাপদাহে আমাদের জমি শুকিয়ে গেছে। আমরা জমিতে হাল চাষ করতে পারছি না। এছাড়া ও বীজতলার ধানের চারা পুরে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার মির্জাপুর, ভবাণীপুর, মাগুরা পারা, ও হাতিয়া পারা গ্রামের কৃষক লবিরুদ্দিন, আবুল, ইবরাহীম, মান্নান।

কালিকাপুর ইউনিয়নের হরপুর গ্রামের মজ্জেম ও রশিদ বলেন, আমরা খুব দুশ্চিন্তায় আছি। বর্ষাকালে পর্যন্ত পরিমান বৃষ্টি হলেও এবছর শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন বৃষ্টি পাত হচ্ছে না এ কারণে আমাদের জমি গুলো শুকনো রয়েছে। বৃষ্টি না হলে আমাদের জমি গুলোতে আমন চারা রপন করা যাবে না।

এ ব্যাপারে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ তাপস কুমার বলেন, এ উপজেলায় ৯৬০০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ মাত্রা রয়েছে। সময় মত বৃষ্টি পাত না হওয়ায় এবং আবহাওয়া ভালো থাকায় কারণে ৪০০০ হেক্টর জমিতে কৃষকরা আমন চারা রপন করতে পারছে না। চারার বয়স বেশি হলে ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় তাপদাহে তালপাতার হাত পাখা বানানোর ধুম

error: Content is protected !!

অনাবৃষ্টির কারণে কৃষকের দুশ্চিন্তা আত্রাইয়ে আমন চাষে অনিশ্চয়তা

আপডেট টাইম : ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

শষ্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। এ উপজেলার মানুষ কৃষি নির্ভর। আত্রাই উপজেলার উৎপাদিত কৃষি পণ্য ধান, পাঠ, সরিষা, গম, ভুট্টা এবং শাক সবজিসহ নানা ফসল এ উপজেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে।

এ বছর অনাবৃষ্টির কারণে ও প্রচন্ড তাপদাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। অন্য দিকে এ উপজেলার কৃষি জমি শুকিয়ে যাচ্ছে। বিকল্প হিসেবে স্হানিয় কৃষকরা বিভিন্ন এলাকায় গভীর নলকূপের পানি দিয়ে জমি চাষ করতে ব্যাস্থ হয়ে উঠেছে। চলতি মৌসুমে আত্রাই উপজেলায় ৯৬০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।

কিন্তু গত কয়েক মাস বৃষ্টি পাত কম হওয়ায় ও প্রচন্ড তাপদাহের কারণে মাঠের জমি শুকিয়ে গেছে। এ কারণে উপজেলার কৃষকরা সময় মত আমন ধানের চারা বপন করতে পারছে না ফলে শালো মেশিন ও গভীর নলকূপ দিয়ে পানি সেচ দিয়ে অনেক কৃষক ধানের চারা বপন করলেও প্রায় ৪০০০ হেক্টর জমিতে পানির অভাবে আমন ধানের চারা বপন করতে পারবেন না এলাকার কৃষকরা।

এই কারণে জমি গুলে অনাভাদি হিসেবে পরে থাকার আশঙ্কা রয়েছে। সরজমিনে আহসানগঞ্জ ইউনিয়নের বজ্রপুর গ্রামের কৃষক আলাউদ্দিন, মিঠু, মিজানুর, বাবু ও আউব আালী বলেন, এবছর কমবৃষ্টির কারণে ও প্রচন্ড তাপদাহে আমাদের জমি শুকিয়ে গেছে। আমরা জমিতে হাল চাষ করতে পারছি না। এছাড়া ও বীজতলার ধানের চারা পুরে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার মির্জাপুর, ভবাণীপুর, মাগুরা পারা, ও হাতিয়া পারা গ্রামের কৃষক লবিরুদ্দিন, আবুল, ইবরাহীম, মান্নান।

কালিকাপুর ইউনিয়নের হরপুর গ্রামের মজ্জেম ও রশিদ বলেন, আমরা খুব দুশ্চিন্তায় আছি। বর্ষাকালে পর্যন্ত পরিমান বৃষ্টি হলেও এবছর শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন বৃষ্টি পাত হচ্ছে না এ কারণে আমাদের জমি গুলো শুকনো রয়েছে। বৃষ্টি না হলে আমাদের জমি গুলোতে আমন চারা রপন করা যাবে না।

এ ব্যাপারে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ তাপস কুমার বলেন, এ উপজেলায় ৯৬০০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ মাত্রা রয়েছে। সময় মত বৃষ্টি পাত না হওয়ায় এবং আবহাওয়া ভালো থাকায় কারণে ৪০০০ হেক্টর জমিতে কৃষকরা আমন চারা রপন করতে পারছে না। চারার বয়স বেশি হলে ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে।