কুষ্টিয়ার ভেড়ামারায় চুরির অপরাধে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আকরাম শাহ্ (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত একটার দিকে পুলিশ উপজেলার জুনিদাহ ইউনিয়নের মসজিদ পাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত আকরাম শাহ মসজিদপাড়া গ্রামের লালন শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ অগস্ট) উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা হেদায়েত আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ অগস্ট) দুপুরের দিকে ৮ থেকে ১০ জন যুবক আকরামকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর হেদায়েত আলীর আম বাগানের একটি গাছে বেঁধে আকরামকে প্রায় দুই ঘণ্টা ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন।
শারীরিক নির্যাতনের এক পর্যায়ে নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকলে বিকেল ৪টার দিকে আকরাম শাহকে তার এক আত্মীয়র হাতে তুলে দেন তারা। বাড়িতে নিয়ে আসার পর রাত ১১টার দিকে আকরামের মৃত্যু হয়।
পরে পুলিশে খবর দিলে রাত একটার দিকে পুলিশ আকরামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
নিহতের চাচা বিশারত আলি শাহ্ বলেন, চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের দিকে তানজিল, লিখন, হাসিবুল, রাজন, রুকন ও সজলের নেতৃত্বে ৮-১০ জন যুবক আকরামকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে গাছে বেঁধে অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করে। তিনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
প্রিন্ট