ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পুরান ঢাকায় মাদ্রাসা থেকে কোরবানির ৬০৩ ছুরি নিয়ে গেল পুলিশ!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ১৭৭ বার পঠিত

-ছবি সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় দুটি মাদ্রাসা থেকে কোরবানির পশু জবাইয়ের কা‌জে ব্যবহৃত ৬০৩টি ছু‌রি পুলিশ নিয়ে গেছে।

বৃহস্প‌তিবার রাতে লালবাগ জা‌মেয়া কোরআনিয়া আরা‌বিয়া মাদ্রাসা থেকে ৪২৭টি ও চকবাজারের ইসলামবাগ জা‌মেয়া ইসলামিয়া মাদ্রাসা থে‌কে ১৭৬টি কোরবানির ছু‌রি নিয়ে যায় প‌ুলিশ।

পুলিশ বলছে, হেফাজতের কর্মসূচিকে ঘিরে সহিংসতার আশঙ্কায় ছুরিগুলো তাদের জিম্মায় নেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগে এসব ছুরি মাদ্রাসা কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হবে।

হেফাজ‌তের কেন্দ্রীয় সহকারী মহাস‌চিব ও লালবাগের জা‌মেয়া কোরআনিয়া আরা‌বিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জ‌সিম উদ্দিন ব‌লেন, পু‌লিশ সাদা কাগ‌জে সই নি‌য়ে কোরবানির কা‌জে ব্যবহৃত ছু‌রিগুলো তা‌দের জিম্মায় নি‌য়ে গে‌ছে। আগামী কোরবানির সময় ছুরিগুলো তার ফেরত দেবে বলে জানিয়েছেন।

ডিএম‌পির লালবাগ বিভা‌গের উপপু‌লিশ ক‌মিশনার বিপ্লব বিজয় তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘নিরাপত্তার’ স্বা‌র্থে ছু‌রিগু‌লো পু‌লি‌শের জিম্মায় নেওয়া হ‌য়ে‌ছে।

‌তিনি বলেন, সু‌নি‌র্দিষ্ট ত‌থ্যের ভি‌ত্তি‌তে ছু‌রিগুলো পু‌লি‌শের জিম্মায় নেওয়া হ‌য়ে‌ছে। হেফাজ‌তের নিজস্ব কর্মী‌দের ম‌ধ্যে মত‌বি‌রোধ র‌য়ে‌ছে। যে কোনো সময় তারা নি‌জেরাই সংঘ‌র্ষে লিপ্ত হ‌তে পা‌রে- এমন আশঙ্কা থে‌কেই ছু‌রিগু‌লো জব্দ ক‌রা হয়েছে।

তবে পু‌লি‌শের অন্য এক‌টি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার হেফাজ‌তে ইসলা‌মের আন্দোলন ঠেকা‌নো ও রক্তক্ষয়ী সংঘর্ষ এড়া‌তে পু‌লি‌শের আগাম প্রস্তু‌তির অংশ হি‌সে‌বে দেশীয় ছোরাগু‌লো হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

পুরান ঢাকায় মাদ্রাসা থেকে কোরবানির ৬০৩ ছুরি নিয়ে গেল পুলিশ!

আপডেট টাইম : ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্টঃ :

রাজধানীর পুরান ঢাকায় দুটি মাদ্রাসা থেকে কোরবানির পশু জবাইয়ের কা‌জে ব্যবহৃত ৬০৩টি ছু‌রি পুলিশ নিয়ে গেছে।

বৃহস্প‌তিবার রাতে লালবাগ জা‌মেয়া কোরআনিয়া আরা‌বিয়া মাদ্রাসা থেকে ৪২৭টি ও চকবাজারের ইসলামবাগ জা‌মেয়া ইসলামিয়া মাদ্রাসা থে‌কে ১৭৬টি কোরবানির ছু‌রি নিয়ে যায় প‌ুলিশ।

পুলিশ বলছে, হেফাজতের কর্মসূচিকে ঘিরে সহিংসতার আশঙ্কায় ছুরিগুলো তাদের জিম্মায় নেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগে এসব ছুরি মাদ্রাসা কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হবে।

হেফাজ‌তের কেন্দ্রীয় সহকারী মহাস‌চিব ও লালবাগের জা‌মেয়া কোরআনিয়া আরা‌বিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জ‌সিম উদ্দিন ব‌লেন, পু‌লিশ সাদা কাগ‌জে সই নি‌য়ে কোরবানির কা‌জে ব্যবহৃত ছু‌রিগুলো তা‌দের জিম্মায় নি‌য়ে গে‌ছে। আগামী কোরবানির সময় ছুরিগুলো তার ফেরত দেবে বলে জানিয়েছেন।

ডিএম‌পির লালবাগ বিভা‌গের উপপু‌লিশ ক‌মিশনার বিপ্লব বিজয় তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘নিরাপত্তার’ স্বা‌র্থে ছু‌রিগু‌লো পু‌লি‌শের জিম্মায় নেওয়া হ‌য়ে‌ছে।

‌তিনি বলেন, সু‌নি‌র্দিষ্ট ত‌থ্যের ভি‌ত্তি‌তে ছু‌রিগুলো পু‌লি‌শের জিম্মায় নেওয়া হ‌য়ে‌ছে। হেফাজ‌তের নিজস্ব কর্মী‌দের ম‌ধ্যে মত‌বি‌রোধ র‌য়ে‌ছে। যে কোনো সময় তারা নি‌জেরাই সংঘ‌র্ষে লিপ্ত হ‌তে পা‌রে- এমন আশঙ্কা থে‌কেই ছু‌রিগু‌লো জব্দ ক‌রা হয়েছে।

তবে পু‌লি‌শের অন্য এক‌টি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার হেফাজ‌তে ইসলা‌মের আন্দোলন ঠেকা‌নো ও রক্তক্ষয়ী সংঘর্ষ এড়া‌তে পু‌লি‌শের আগাম প্রস্তু‌তির অংশ হি‌সে‌বে দেশীয় ছোরাগু‌লো হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে।


প্রিন্ট