কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ১২ মামলার আসামি মনোজ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ মে ২০২৩) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (দৌলতপুর-ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে দৌলতপুরের তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ পাড়া থেকে মনোজ মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনোজ মোল্লা দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের নিপুন মোল্লার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তারাগুনিয়া পল্লী বিদুৎ পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মনোজ মোল্লাকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এতে আরো জানান হয়, মনোজ মোল্লা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে দৌলতপুর থানায় মাদক, বিস্ফোরক এবং নাশকতাসহ মোট ১২টি মামলা রয়েছে।
প্রিন্ট