রাজশাহীর বাঘায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হামিদা প্লাজার মোল্লা এন্টারপ্রাইজের শো-রুমের তালা ভেঙ্গে মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৯ মে) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে। এতে খোয়া গেছে ৩৯ লাখ টাকা।
শো-রুমের মালিক রোসনাল আহম্মেদ সুজন জানান, ৩৫ লক্ষ টাকা মোবাইল ও ক্যাশ বাক্সে রাখা ৩ লক্ষ ৮ হাজার ৯৯০ টাকা চুরি হয়ে গেছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টার দিকে শো-রুমে এসে দেখেন গেটে নতুন তালা লাগানো। পরে তালা ভেঙ্গে শো-রুমে প্রবেশ করে মোবাইল ফোন ও টাকা চুরির বিষয়ে জানেন।
তিনি জানান, শাওমি, আইটেল,মারসেল ও জিও সহ চারটি মোবাইল কোম্পানির পরিবেশক তিনি। ১৩ জন লোক নিয়োগ দিয়ে বিভিন্ন মার্কেটে এসব মোবাইল ফোন বিক্রি করেন। সন্ধায় এসে টাকা বুঝিয়ে দেন। সোমবার মাকের্টে মোবাইল বিক্রির সমস্ত টাকা ক্যাশ বাক্সে রাখা ছিল। শোরুমে মোবাইল রাখা ছিল।
|
বাঘা থানার ওসি (তদন্ত)আবদুল করিম বলেন, মালিক রোসনাল আহম্মেদ সুজন বাদি হয়ে এ বিষয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডাইরী করেছেন। চুযরির সাথে জড়িতদের সনাক্ত করতে তদন্ত শুরু করেছেন।
প্রিন্ট