সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন। ২৬ জুন থেকে সেতুতে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরুর মাধ্যমে টোল আদায় চালু হয়। গত ৩১ জানুয়ারি পর্যন্ত ২২০ দিনে সেতুতে মোট টোল আদায় হয়েছে ৪৭১ কোটি ২২ লাখ ১ হাজার ১৭০ টাকা। জুলাই মাসে এ সেতুতে প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ২০৬.৪৫ টাকা। আগস্ট মাসে কিছুটা কমে প্রতিদিন এ টোল আদায় হয় ১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৪৩২.২৬ টাকা।
সূত্র বলছে, জুন মাসে ৫ দিনে সেতুতে যানবাহান পারাপার হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০১টি। এ থেকে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৫০ টাকা। জুলাই মাসে ৩১ দিনে যানবাহন পারাপার হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ২০টি। এ মাসে টোল আদায়ের পরিমাণ ছিল ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। আগস্ট মাসে ৩১ দিনে যানবাহার পার হয়েছে ৪ লাখ ১২ হাজার ৩০৩টি। এ মাসে মোট টোল আদায় হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। সেপ্টেম্বর মাসে ৩০ দিনে যান চলেছে ৩ লাখ ৮৭ হাজার ৬৪২টি। আর এ মাসে টোল আদায় হয়েছে ৫৯ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। অক্টোবর মাসে ৩১ দিনে যান চলেছে ৪ লাখ ২৬ হাজার ১২৭টি। এ মাসে মোট টোল আদায় হয়েছে ৬৩ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৯৫০ টাকা।
|
নভেম্বর মাসে ৩০ দিনে যান চলেছে ৪ লাখ ৮৮৩টি। এ মাটে টোল আদায়ের মোট পরিমাণ ছিল ৬১ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। ডিসেম্বর মাসে ৩১ দিনে যান চলেছে ৪ লাখ ৫ হাজার ৩৮৩টি। এ মাসে টোল আদায় হয়েছে ৬৭ কোটি ৬৯ লাখ ১৮ হাজার ৬২০ টাকা। জানুয়ারি মাসে ৩১ দিনে পদ্মা সেতুতে যান চলেছে ৪ লাখ ৫৭ হাজার ৩১৭টি। এ মাসে মোট টোল আদায়ের পরিমাণ ছিল ৬৮ লাখ ২৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
প্রিন্ট