আসলাম বেপারী:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসিক সভা মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াবদে হোসাইন এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রোজাউল্লাহ খান।
সভায় ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, মোঃ বদরুজ্জামান মৃধা, সাংবাদিক আবুল কালাম ও মোঃ লিয়াকত আলী লাভলুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আলোচনায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও বখাটেপনা রোধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া সাম্প্রতিক টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত মেরামতের জন্য বালু ও মাটি সরবরাহ বিষয়েও বিস্তৃত আলোচনা হয়।
প্রিন্ট