মোঃ ইনামুল খন্দকারঃ
মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৪ টায় ভাটি গোপালদী সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির কুমার বাবলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রস্তুত কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবুল কাশেম আবুল।
এ ছাড়াও সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মোঃ আব্দুল আলিম মানিক, ভিপি শাহীন, মোঃ হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সাঈদ, মোহাম্মদ বদিউজ্জামান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম খান,এসময় রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী সানোয়ার হোসেন চুন্নু, ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান তারাসহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীরা বক্তব্য রাখেন।
বক্তব্যের পূর্বে প্রার্থীরা দলীয় মনোনয়ন ক্রয় করেন, প্রধান অতিথি বক্তব্যে ,ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, গত ১৫ বছর যারা আওয়ামী লীগের দুঃশাসনের নির্যাতনের শিকার হয়েছেন এবং জেল জুলুম ও রাতে বাড়ীতে ঘুমাতে পারে নাই, তাদেরকে অগ্রধিকার দিতে হবে এবং দলের গুরুত্বপূর্ণ পদে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। আর যারা ৫ তারিখে পর বিএনপিতে আসছে তাদেরকে রাখা হবে তবে কোন গুরুত্বপূর্ণ পদ দেওয়া যাবে না।
প্রিন্ট