রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর বাজারে শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি, রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, পাংশা সরকারি কলেজ, পাংশা মডেল থানা, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাবাসপুর ইউপি মুক্তিযোদ্ধা সংসদ, হাবাসপুর ইউনিয়ন পরিষদ, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজ, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়, হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি, রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবাসপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমান হাফেজ মো. সোহেল আমিন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রিন্ট