ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo হাতিয়ার দিঘীতে মিললো এক মণ ওজনের কোরাল মাছ, ৪০ হাজারে বিক্রি ! Logo পদ্মা নদী থেকে ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার Logo প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‌ছাত্রলীগের কর্মসূচি পালিত Logo ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন Logo সদরপুরে পাটের ফলন ভাল হওয়ায় ক্ষেত পরিচর্যা করছে কৃষকেরা Logo তানোরে রাস্তায় নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ Logo দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ Logo শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক হোসেনউদ্দীন হোসেনের জীবন সংকটাপন্ন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার সময় উপজেলার বাহিরচর ইউনিয়নের ভেড়ামারা-রায়টা সড়কের মাঝামাঝি বাঁকাপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং মজনু আলী (৫৫) একই এলাকার প্রস্তখার ছেলে। এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনিসহ দুজন যাত্রী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রুহুল আমিন পেশায় মিস্ত্রি এবং মজনু কৃষক বলে জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসান জানান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার সময় ভেড়ামারা উপজেলার বাঁকাপুল এলাকায় কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী মজনু ও রুহুল আমিন নিহত হন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মজনু ও রুহুলকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মজনুর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরে কাভার্ড ভ্যান ও সিএনজির চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

ভেড়ামারায় কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

আপডেট টাইম : ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার সময় উপজেলার বাহিরচর ইউনিয়নের ভেড়ামারা-রায়টা সড়কের মাঝামাঝি বাঁকাপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং মজনু আলী (৫৫) একই এলাকার প্রস্তখার ছেলে। এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনিসহ দুজন যাত্রী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রুহুল আমিন পেশায় মিস্ত্রি এবং মজনু কৃষক বলে জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসান জানান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার সময় ভেড়ামারা উপজেলার বাঁকাপুল এলাকায় কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী মজনু ও রুহুল আমিন নিহত হন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মজনু ও রুহুলকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মজনুর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরে কাভার্ড ভ্যান ও সিএনজির চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।