মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশায় রবিবার (২৪ আগস্ট) বিকালে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের মাসিক সভা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমানের সভাপতিত্বে এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেনের উপস্থাপনায় সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি মোল্লা মাজেদ, সহ-সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, দপ্তর সম্পাদক কবি মো. এবাদত আলী সেখ, প্রচার সম্পাদক উত্তম মিত্র, বীর মুক্তিযোদ্ধা শাহ মো. রবিউল ইসলাম কুসুম ও মো. কোরবান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারকরণ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রিন্ট