রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা কৃষক লীগের উদ্যোগে এবং পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে পারিবারিক আয়োজনে সোমবার ২১ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সী রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অত্র এলাকার আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন। ২০১৪ সালের ২১নভেম্বর সকালে নিজ বাড়ীর অদূরে কাচারীপাড়া বাজারের পাশে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
কাচারীপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খানী, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যোহর নামাজের পর কাচারীপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর বাড়ী সংলগ্ন মসজিদে তার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাংশা উপজেলা শাখার সভাপতি ও কাচারীপাড়া কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, কাচারীপাড়া উত্তরপাড়া জামে মসজিদের খতীব মাওলানা আবু মুসা মোঃ কেরামত আলী, মাওলানা মোঃ আব্দুল মজিদ, চর আফড়া কওমী মাদরাসার মোহতামীম মাওলানা মোস্তাফিজ বিল্লাহ ও মাওলানা মোঃ হাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। মসজিদে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু মুসা মোঃ কেরামত আলী। পরবর্তীতে মসজিদ সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর কবর জিয়ারত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর বাড়ী সংলগ্ন মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক মুন্সী ও মসজিদের সেক্রেটারী আব্দুল লতিফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মেম্বার, হাবাসপুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, হাবাসপুর ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান বিশ্বাস, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল আজিজ, রাজবাড়ী জেলা কৃষক লীগের সদস্য আবু মুসা প্রামানিক, হাবাসপুর ইউপি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, হাবাসপুর ইউপির ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ মসজিদ কমিটির লোকজন, মসজিদের মুসল্লীগণ, চর আফড়া কওমী হেফজ মাদরাসার শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর পুত্র, রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী কর্মসূচি পালনে সার্বিক তত্ত্বাবধান করেন। রাজবাড়ী জেলা কৃষক লীগ ঃ রাজবাড়ী জেলা কৃষক লীগ বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর ৮ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্তমান প্রস্তাবিত কমিটির সহসভাপতি, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাসিবুল হক তুহিন, রাজবাড়ী জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক, পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম নাদের মুন্সীর পুত্র মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বিশ্বাস (বকুল), বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, কালুখালী উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মিজানুর রহমান, রাজবাড়ী পৌরসভা কৃষক লীগের আহবায়ক সহিদুল হক তিতু, গোয়ালন্দ পৌরসভা কৃষক লীগের সদস্য সচিব লিটন আলী, রাজবাড়ী জেলা কৃষক লীগের সদস্য উজ্জল হোসেন, আলমগীর হোসেন ও পাংশা উপজেলার মাছপাড়া ইউপি কৃষক লীগের সভাপতি আনছার আলী মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ইয়াকুব আলী।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সী রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি এবং পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
প্রিন্ট