মাগুরায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার ২২ নভেম্বর বেলা ১১ টার সময় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিস মাগুরা এর আয়োজনে এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি আলোচনা, প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা তথ্য অফিসার মাগুরা মোঃ রেজাউল করিম।
এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচনা করেন, সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ মাগুরা বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক, সাবেক ডেপুটি কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা এস এম আব্দুর রহমান। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাগুরা আহাম্মদ আল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় শফিকুল ইসলাম।
এছাড়াও এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি সভায় উপস্থিত ছিলো মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র বৃন্দগণ। অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীনতায় মুক্তিযুদ্ধের অবদান স্কুলের ছাত্রদের দেখানো ও শোনানো হয়।
প্রিন্ট