জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আজ সকালে দলীয় কার্যালয়ে উক্ত কর্মসূচি পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম,জেলা যুব লীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে জাতির জনক সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রিন্ট