ঢাকা , রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত Logo দুইশ বছর পরেও স্মরণ করার মানে হচ্ছে প্রশ্নাতীতভাবে ‘মাইকেল মধুসূদন অমর’ Logo ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী Logo তানোরের কৃষ্ণপুর স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে Logo পাবনা মিছিল করতে গিয়ে ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৫ Logo কুমারখালীতে দেড়শ রক্তদাতাকে সম্মাননা প্রদান করলো ইয়থ ডেভলপমেন্ট ফোরাম Logo আমিরাতের ৫২ জন সিআইপিকে সম্মাননা প্রদান Logo গুঁজিশহর মেলা বাণিজ্যের অর্থ নয়ছয় দুদুকের হস্তক্ষেপ কামনা Logo নাটোরে মিষ্টিতে ভ্যাট না কমালে আন্দোলনে নামার হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিক সমিতির Logo বড়াইগ্রামে লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে পিকনিক

ঢাকার অদূরে বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে চলছে পিকনিক আয়োজন। বিনোদনের সব সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা এই কমপ্লেক্সে রয়েছে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, হেরিটেজ পার্ক, এক্সট্রিম রেসিং ও রিসোর্ট আটলান্টিস এ চারটি বিশ্বমানের বিনোদনকেন্দ্র।

এ ছাড়া চট্টগ্রামে অবস্থিত বিনোদনকেন্দ্র ফয়’স লেক কনকর্ড, সি ওয়ার্ল্ড কনকর্ড ও ফয়’স লেক রিসোর্ট এ তিন বিনোদনকেন্দ্র নিয়ে গড়ে উঠেছে ফয়’স লেক কমপ্লেক্স।

 

এই শীতে ফ্যান্টাসি কিংডমে পিকনিক করার জন্য রয়েছে দারুণ সব প্যাকেজ। স্কুল-কলেজের জন্য প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) মাত্র ৪০০ টাকা সঙ্গে ওয়াটার কিংডমে প্রবেশ ও সব রাইড অতিরিক্ত ১৮০ টাকা দিয়ে উপভোগ করা যাবে। এছাড়া কর্পোরেটের জন্য প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) মাত্র ৫০০ টাকার সঙ্গে ওয়াটার কিংডম প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) অতিরিক্ত ২২০ টাকা।

 

অবারিত সবুজের বুক চিরে জেগে ওঠা বিস্ময়কর ফয়’স লেক। নান্দনিক স্থাপত্য, সুবিশাল পাহাড় আর লেকের সমন্বয়ে গড়ে তোলা এই পার্কে রয়েছে বিভিন্ন রাইডস। পাহাড় ঘেরা অরণ্য আর লেকে পিকনিক জমবে ফয়’স লেকে। ফয়’স লেকে পিকনিক করার জন্য রয়েছে দারুণ সব প্যাকেজ।

 

স্কুল-কলেজের জন্য প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) মাত্র ২৩০ টাকার সঙ্গে সি ওয়ার্ল্ডে প্রবেশ ও সব রাইড অতিরিক্ত ১৮০ টাকা লাগবে। কর্পোরেটের জন্য প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) মাত্র ২৭০ টাকার সঙ্গে সি ওয়ার্ল্ডে প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) অতিরিক্ত ২১০ টাকা।

 

উল্লেখ্য, পিকনিক স্পটের জন্য কোনো ভাড়া লাগে না। এখানে পাওয়া যাবে পছন্দের খাবার, আন্তর্জাতিকমানের রাইডস, কর্পোরেট সুবিধাদি (সেমিনার, ওয়ার্ক শপ, এজিএম ইত্যাদি) ও শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ সুবিধা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত

error: Content is protected !!

ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে পিকনিক

আপডেট টাইম : ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :

ঢাকার অদূরে বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে চলছে পিকনিক আয়োজন। বিনোদনের সব সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা এই কমপ্লেক্সে রয়েছে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, হেরিটেজ পার্ক, এক্সট্রিম রেসিং ও রিসোর্ট আটলান্টিস এ চারটি বিশ্বমানের বিনোদনকেন্দ্র।

এ ছাড়া চট্টগ্রামে অবস্থিত বিনোদনকেন্দ্র ফয়’স লেক কনকর্ড, সি ওয়ার্ল্ড কনকর্ড ও ফয়’স লেক রিসোর্ট এ তিন বিনোদনকেন্দ্র নিয়ে গড়ে উঠেছে ফয়’স লেক কমপ্লেক্স।

 

এই শীতে ফ্যান্টাসি কিংডমে পিকনিক করার জন্য রয়েছে দারুণ সব প্যাকেজ। স্কুল-কলেজের জন্য প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) মাত্র ৪০০ টাকা সঙ্গে ওয়াটার কিংডমে প্রবেশ ও সব রাইড অতিরিক্ত ১৮০ টাকা দিয়ে উপভোগ করা যাবে। এছাড়া কর্পোরেটের জন্য প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) মাত্র ৫০০ টাকার সঙ্গে ওয়াটার কিংডম প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) অতিরিক্ত ২২০ টাকা।

 

অবারিত সবুজের বুক চিরে জেগে ওঠা বিস্ময়কর ফয়’স লেক। নান্দনিক স্থাপত্য, সুবিশাল পাহাড় আর লেকের সমন্বয়ে গড়ে তোলা এই পার্কে রয়েছে বিভিন্ন রাইডস। পাহাড় ঘেরা অরণ্য আর লেকে পিকনিক জমবে ফয়’স লেকে। ফয়’স লেকে পিকনিক করার জন্য রয়েছে দারুণ সব প্যাকেজ।

 

স্কুল-কলেজের জন্য প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) মাত্র ২৩০ টাকার সঙ্গে সি ওয়ার্ল্ডে প্রবেশ ও সব রাইড অতিরিক্ত ১৮০ টাকা লাগবে। কর্পোরেটের জন্য প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) মাত্র ২৭০ টাকার সঙ্গে সি ওয়ার্ল্ডে প্রবেশ ও সব রাইড (জনপ্রতি) অতিরিক্ত ২১০ টাকা।

 

উল্লেখ্য, পিকনিক স্পটের জন্য কোনো ভাড়া লাগে না। এখানে পাওয়া যাবে পছন্দের খাবার, আন্তর্জাতিকমানের রাইডস, কর্পোরেট সুবিধাদি (সেমিনার, ওয়ার্ক শপ, এজিএম ইত্যাদি) ও শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ সুবিধা।


প্রিন্ট