ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোমস্তাপুরে আরাফ মুরগী ফার্মের উদ্ভোধন Logo বোয়ালমারী থানায় গরু চুরির অভিযোগ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম Logo নলছিটিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ  Logo নলছিটিতে ওজোপাডিকোর ট্রান্সফরমার চুরি Logo ফরিদপুরে শীতার্ত মানুষের মধ্যে ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের পক্ষ থেকে ‌ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত Logo নাটোরের লালপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত Logo লাভজনক পদ্ধতিতে মাছ চাষ করুনঃ -প্রকল্প পরিচালক জাহানঙ্গীর আলম Logo বাগাতিপাড়ায় কোচিং না করেই মেডিকেলে চান্স পেয়েছে মাহি Logo বড়াইগ্রামে ভুয়া চক্ষু ডাক্তার আটক; জেল-জরিমানা Logo মোটরসাইকেল ট্রাক সাইড দেয়াকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষঃ বাজার রক্ষায় মাইকিং
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং আজ রবিবার  বেলা একটায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ডিবির ওসি  রাকিবুল ইসলাম।এতে ফরিদপুর শহরের  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের  আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের ০৭ সদস্য গ্রেপ্তারের ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার রাতে ফরিদপুর সদর উপজেলাধীন ০২ নং হাবেলী গোপালপুর ডগ বস্তির উত্তর পাশে ফাঁকা জায়গা হইতে গোপন সংবাদের ভিত্তিতে  ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে  একটি টিম ডাকাতির প্রস্তুতির সময় ১।রায়েব আলী সর্দার (৪০) পিতা- মোজাম সরদার মাতা -ছাহেরা বেগম সাং হাসানহাটি , ২। পিন্টু সর্দার (৩৬) পিতা মোজাম সরদার মাতা সাহেরা বেগম সাং- হাসানহাটি ,৩। আশরাফুল শেখ পিতা- আবুল হাসান শেখ,মাতা- ফিরোজা বেগম সাং ছাগলদি মাদ্রাসার পাশে সর্ব থানাঃ নগরকান্দা ৪। মিজান শেখ(৪০) পিতা- মৃত আইয়ুব আলী শেখ মাতা- কইতরি বেগম সাং সজনকান্দা সালথা ফরিদপুর ৫। আলেপ মন্ডল ওরফে সাগর(৩০) পিতা-মৃত শাহজাহান মন্ডল  মাতা- মাকিনজান বেগম সাং দয়ারামপুর থানাঃ কালুখালী জেলাঃ রাজবাড়ী ৬। শেখ মোশাররফ  ওরফে মুছা(৩০) পিতা-শেখ সাহিদ মাতা- মিনারা বেগম সাং চরকমলাপুর  ৭।মোশারফ হোসেন ওরফে মুসা (৪০) পিতা- মৃত শেখ ইমান, মাতা রহিমা বেগম সাং  বিলমামুদপুর হাজী ভ্রমরদী বেপারীর ডাঙ্গী উভয়থানা- কতোয়ালি জেলা-ফরিদপুর কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ০২ টি দেশীয় পিস্তল ০১টি খেলনা পিস্তল  ০৪ রাউন্ড গুলি ০১ টি রামদা ০১ টি বড় ছোরা ও  ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। ১৬/০১/ ২০২২ তারিখে কতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।  মামলা নং ৪৬ জি আর ৪৬/২০২২ ধারা ৩৯৯/৪০২ পেনালকোড।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

গোমস্তাপুরে আরাফ মুরগী ফার্মের উদ্ভোধন

error: Content is protected !!

ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :
ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং আজ রবিবার  বেলা একটায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ডিবির ওসি  রাকিবুল ইসলাম।এতে ফরিদপুর শহরের  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের  আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের ০৭ সদস্য গ্রেপ্তারের ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার রাতে ফরিদপুর সদর উপজেলাধীন ০২ নং হাবেলী গোপালপুর ডগ বস্তির উত্তর পাশে ফাঁকা জায়গা হইতে গোপন সংবাদের ভিত্তিতে  ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে  একটি টিম ডাকাতির প্রস্তুতির সময় ১।রায়েব আলী সর্দার (৪০) পিতা- মোজাম সরদার মাতা -ছাহেরা বেগম সাং হাসানহাটি , ২। পিন্টু সর্দার (৩৬) পিতা মোজাম সরদার মাতা সাহেরা বেগম সাং- হাসানহাটি ,৩। আশরাফুল শেখ পিতা- আবুল হাসান শেখ,মাতা- ফিরোজা বেগম সাং ছাগলদি মাদ্রাসার পাশে সর্ব থানাঃ নগরকান্দা ৪। মিজান শেখ(৪০) পিতা- মৃত আইয়ুব আলী শেখ মাতা- কইতরি বেগম সাং সজনকান্দা সালথা ফরিদপুর ৫। আলেপ মন্ডল ওরফে সাগর(৩০) পিতা-মৃত শাহজাহান মন্ডল  মাতা- মাকিনজান বেগম সাং দয়ারামপুর থানাঃ কালুখালী জেলাঃ রাজবাড়ী ৬। শেখ মোশাররফ  ওরফে মুছা(৩০) পিতা-শেখ সাহিদ মাতা- মিনারা বেগম সাং চরকমলাপুর  ৭।মোশারফ হোসেন ওরফে মুসা (৪০) পিতা- মৃত শেখ ইমান, মাতা রহিমা বেগম সাং  বিলমামুদপুর হাজী ভ্রমরদী বেপারীর ডাঙ্গী উভয়থানা- কতোয়ালি জেলা-ফরিদপুর কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ০২ টি দেশীয় পিস্তল ০১টি খেলনা পিস্তল  ০৪ রাউন্ড গুলি ০১ টি রামদা ০১ টি বড় ছোরা ও  ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। ১৬/০১/ ২০২২ তারিখে কতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।  মামলা নং ৪৬ জি আর ৪৬/২০২২ ধারা ৩৯৯/৪০২ পেনালকোড।

প্রিন্ট