আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ার কোন প্রকার কোচিং না করেই মফস্বল গ্রামে থেকেও শিক্ষকের ছেলে এনএম মাহী রহমান মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। রোববার প্রকাশিত ফলাফলে মেধাক্রম অনুযায়ী সে সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মুনছুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এনএম মাহী রহমান উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের শিক্ষক মাসুদ উর রহমান ও গৃহিনী মাহমুদা পারভীন দম্পতির ছেলে।
বাবা মাসুদ উর রহমান উপজেলার লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। মাহী জানায়, সে ২০২৩ সালে রাজশাহীর নিউ গভঃ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি এবং ২০২১ সালে বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছিল। এর আগে নিজ গ্রামের লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে। সে প্রাথমিক, জুনিয়র ও এসএসসিতে বৃত্তি লাভ করে।
এনএম মাহী রহমান বলে, মেডিকেলে ভর্তির জন্য সে কোন প্রকার কোচিং করেনি।
তবে অনলাইনে বিভিন্ন শিক্ষকের ক্লাসের সহায়তা নিয়েছে। কঠোর পরিশ্রমের কারনেই দ্বিতীয় চেষ্টায় এই সফলতা তাকে ধরা দিয়েছে। তার এই সফলতায় সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সেই সাথে বাবা-মাসহ শিক্ষক ও বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে। বাবা শিক্ষক মাসুদ উর রহমান বলেন, ছেলের এই অর্জনে তিনি বেশ খুশি হয়েছেন। কঠোর পরিশ্রমের ফলেই মফস্বল গ্রাম থেকে ছেলের এমন সফলতা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
প্রিন্ট