গাজীপুর প্রতিনিধি :
সোমবার (২১ এপ্রিল) রাজধানী ঢাকা সহ দেশের প্রতিটি বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে সকল সরকারি ও বেসরকারি ডিপ্লোমা স্টুডেন্টরা “ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” এবং “ডিপ্লোমা ইন মিডওয়াইফারি” কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস) কোর্স বাস্তবায়নের একদফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রাজধানী ঢাকায় আয়োজিত কর্মসূচি থেকে ডিপ্লোমা ইন্টার্ন নার্স মোঃ মানিক বলেন, “আপনারা অবগত আছেন যে, ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস) কোর্স করার যৌক্তিক দাবিটি বাস্তবায়নের জন্য বিগত স্বৈরাচার সরকারের সময় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও রোগীদের স্বাস্থ্যসেবার কোনো বিঘ্ন না ঘটিয়ে আমরা বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ মানববন্ধন এবং আন্দোলন কর্মসূচি পালন করেছি। এছাড়াও মন্ত্রণালয়ের একাধিক মিটিং করেও আশানুরূপ ফল পাইনি। তাই আজ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
তবুও আমরা ধৈর্য ধারণ করেছি, কারণ আমরা স্বাস্থ্যসেবা কর্মী। আমরা চাইলেই জ্বালাও-পোড়াও, ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ কিংবা জনদুর্ভোগ সৃষ্টির মতো কোনো কর্মকাণ্ডে জড়াই না।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের এই যৌক্তিক দাবি না মানে, তাহলে আমরা বাধ্য হয়ে কঠোর কর্মসূচি ও পদক্ষেপ নিতে বাধ্য হবো।”
প্রিন্ট