বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা পরিষদ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ কেজি স্কুল মাঠে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পান্নুর হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সাংবাদিক দেলোয়ার হোসেন, কাইয়ুম শরীফ, আরেফিন মুক্তা, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের ম্যানেজার এনায়েত হোসেন শান্ত, ক্রীড়া প্রশিক্ষক শামচুল আলম রিপনসহ পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়বৃন্দ।
প্রিন্ট