মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা এবং আইসিটিভিত্তিক শিক্ষকদের শিক্ষা উপকরণ বিতরণ করলেন ফরিদপুরের জেলা প্রশাসক।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা ৫০০ আসনবিশিষ্ট মাল্টিপারপাস হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন এবং উপজেলা কৃষি অফিসার তুষার সাহা।
আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোজ্জাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত এবং পৌরসভার কর্মকর্তা হারুনর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকারী ১৪ জন সহকারী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, দুটি ল্যাপটপ, দুটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া টিভি এবং পাঁচটি বিদ্যালয়ে দেওয়াল ঘড়ি বিতরণ করা হয়।
প্রিন্ট