এস. এম রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামে যৌথ বাহিনীর অভিযানে মো. জিল্লুর শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত জিল্লুর শেখ স্থানীয় বাসিন্দা মো. মতিয়ার শেখের ছেলে।
বুধবার (৯ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে জিল্লুর শেখকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিল্লুর শেখ স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। পরবর্তীতে তাকে এবং জব্দকৃত আলামত বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন, যার মামলা নম্বর—১০।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে দেশজুড়ে অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ক্যাম্পগুলোকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
প্রিন্ট