রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মোহরকয়া গ্রামের শাহজাহানের ছেলে রাব্বি আলী (২১) ও রিয়াজ আলী (২০), মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে আবির হোসেন (১৯) ও রাজশাহীর বাঘা উপজেলার চকছাতারী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৯)। বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে মাদকসহ রাব্বি, রিয়াজ, আবির ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা শুকনো গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসা, সেবন ও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া নিজেদের কিশোর গ্যাংয়ের পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও মাদক সেবনের মাধ্যমে যুব সমাজকে বিপথগামী করার চেষ্টা করতো বলে স্বীকার করে তারা।
পরে আরও অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর আহমেদ (১৯), বড়বাদকয়া গ্রামের আবু আওয়ালের ছেলে কাইসার মুন্না (২২), মোহরকয়া গ্রামের আরিফ হোসেনের ছেলে মোঃ মোমিন হোসেন (১৯), বিলমাড়িয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে প্রান্ত মন্ডল (২২), মকলেস মন্ডলের ছেলে মুরাদ মন্ডল (৩৭), সাব্বির মন্ডলের ছেলে সানজিদ মন্ডল (১৯), মোহরকয়া নতুনপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে কাউসার আলী (২৪) ও বজলুর রহমানের ছেলেদের রেদোয়ান আহমেদ (২২) সহ ইমো হ্যাকার চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেন তারা।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও ইমো হ্যাকার চক্রের ৮ সদস্যকে সাইবার সুরক্ষা আইনে আটক করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রিন্ট