ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারী থানায় গরু চুরির অভিযোগ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম

-ছবিঃ প্রতীকী।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে থানায় গরু চুরির অভিযোগ করায় স্বপন কুমার দাস (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়েছে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ২ টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের আমগ্রামে এ ঘটনা ঘটেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পৌরসভার আমগ্রামের স্বপন কুমার দাসের বাড়িতে চুরি সংঘটিত হয়। একদল চোর স্বপন দাসের গোয়াল ঘরের শেকল কেটে ৪টি গরু চুরি করে বের করে নিয়ে যায়। বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে শোরগোল ও চোর দলকে ধাওয়া করে। এসময় বাড়ির পাশে চুরির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যানে করে কয়েকজন চোর পালিয়ে গেলেও স্থানীয়রা জালাল শেখ নামে এক চোরকে ধরে ফেলে। পরে ধৃত জালাল শেখ কৌশলে কয়েকজনকে ফোন দিলে জালাল শেখের পিতা ইকরাম শেখ, ভাই মো. হাচান শেখ ও সোতাশী গ্রামের ইউনুস শেখের ছেলে মো. গহুর শেখ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে তাকে মুক্ত করে নিয়ে যায়।

 

এ ঘটনায় স্বপন কুমার দাস বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন। পরে বেলা ২টার দিকে স্বপন দাস মাঠে কৃষি কাজ করার সময় চোর জালাল শেখ তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। স্বপন দাসের বাম হাতের কব্জি ও পায়ের রানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

 

বোয়ালমারী পৌর সভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের ইকরাম শেখের ছেলে জালাল শেখ চিহ্নিত চোর। গ্রাম ও আশপাশে একাধিক বার চুরি করে ধরা পড়ায় স্থানীয়রা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। সে বর্তমানে পৌরসভার আমগ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লুৎফর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়িতে থেকে এলাকায় চুরি ছিনতাই করে বেড়ায় সে। ইতোপূর্বে তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ করেছে স্থানীয়রা।

 

ঘটনার পর মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী থানা পুলিশ উপপরিদর্শক মহেষ অধিকারী। তিনি বলেন, আমরা অভিযোগ ও অভিযোগ পরবর্তী সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। আপনারা ওসি স্যারের সাথে কথা বলেন, তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

 

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসুল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

বোয়ালমারী থানায় গরু চুরির অভিযোগ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে থানায় গরু চুরির অভিযোগ করায় স্বপন কুমার দাস (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়েছে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ২ টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের আমগ্রামে এ ঘটনা ঘটেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পৌরসভার আমগ্রামের স্বপন কুমার দাসের বাড়িতে চুরি সংঘটিত হয়। একদল চোর স্বপন দাসের গোয়াল ঘরের শেকল কেটে ৪টি গরু চুরি করে বের করে নিয়ে যায়। বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে শোরগোল ও চোর দলকে ধাওয়া করে। এসময় বাড়ির পাশে চুরির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যানে করে কয়েকজন চোর পালিয়ে গেলেও স্থানীয়রা জালাল শেখ নামে এক চোরকে ধরে ফেলে। পরে ধৃত জালাল শেখ কৌশলে কয়েকজনকে ফোন দিলে জালাল শেখের পিতা ইকরাম শেখ, ভাই মো. হাচান শেখ ও সোতাশী গ্রামের ইউনুস শেখের ছেলে মো. গহুর শেখ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে তাকে মুক্ত করে নিয়ে যায়।

 

এ ঘটনায় স্বপন কুমার দাস বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন। পরে বেলা ২টার দিকে স্বপন দাস মাঠে কৃষি কাজ করার সময় চোর জালাল শেখ তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। স্বপন দাসের বাম হাতের কব্জি ও পায়ের রানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

 

বোয়ালমারী পৌর সভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের ইকরাম শেখের ছেলে জালাল শেখ চিহ্নিত চোর। গ্রাম ও আশপাশে একাধিক বার চুরি করে ধরা পড়ায় স্থানীয়রা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। সে বর্তমানে পৌরসভার আমগ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লুৎফর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়িতে থেকে এলাকায় চুরি ছিনতাই করে বেড়ায় সে। ইতোপূর্বে তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ করেছে স্থানীয়রা।

 

ঘটনার পর মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী থানা পুলিশ উপপরিদর্শক মহেষ অধিকারী। তিনি বলেন, আমরা অভিযোগ ও অভিযোগ পরবর্তী সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। আপনারা ওসি স্যারের সাথে কথা বলেন, তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

 

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসুল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


প্রিন্ট