মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে শীতার্ত মানুষের মধ্যে ফাতেমা জিন্নাত ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে শহরের কমলাপুর এক আলোচনা সভা ও শীত বস্তু বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় এক হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ, এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তানভীর চৌধুরী রুবেল, মোঃ রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এমদাদুল হক।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন ফরিদপুরের মাটি বিএনপির ঘাটি। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে হবে। বক্তারা ফরিদপুর সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কামাল ইবনে ইউসুফের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করে বলেন। তিনি সারা জীবন মানুষের পাশে থেকে তাদের সেবা করেছেন। সব সময় মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে তার কন্যা চৌধুরী নায়াব ইউসুফকে মনোনয়ন দেবার দাবি জানান।
বক্তারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান । তারা বলেন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ভালো কাজ করা সম্ভব । তাছাড়া কোন ষড়যন্ত্রে পাড়া না দেবার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন আহমেদ মিলার, মিল্টন হুমায়ুন সাজ্জাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রিন্ট