ফরিদপুরের মধুখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমান এর পক্ষ থেকে মেসার্স রাসেল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৫ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় মধুখালী পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় তার নিজ বাড়ীতে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর কাউন্সিলর আনিসুর রহমান লিটন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মির্জা আব্বাস, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা, রাসেল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির পরিচালক জাহিদ হাসান শুভ, সাহারী হাসান আয়ান প্রমূখ। তিনশত দশ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রিন্ট