অভ্যন্তরিন আমন ধান ও চাল সংগ্রহ ২০২০ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারী খাদ্য গুদামে এ ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) রাশেদ আহম্মেদ আল রিপন ও খাদ্য পরিদর্শক সবুজ আলী প্রমুখ।
এ বছর শৈলকুপায় ১ হাজার ৫৯ মেট্রিক টন ধান ও ১ হাজার ১০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকারীভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ২৬ টাকা ও চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭ টাকা।
শুধুমাত্র তালিকাভূক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ও সরকারের সাথে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২৮ ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত চলমান থাকবে।