নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪০৪ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এসব মাদক কারবারিকে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
যৌথবাহিনি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত-রাতে উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মধুখালি উপজেলার দস্তরদিয়া গ্রামের জয়নাল সেখের ছেলে রতন সেখ (৩০), একই গ্রামের সিরাজ শেখের ছেলে সজীব শেখ (৩০)। বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সরবানদিয়া গ্রামের ইমামুল সেখ (৩৮), আমোরদী গ্রামের হাসেম সেখের ছেলে রেজাউল সেখ(৩২), তরিকুল সেখ (১৮), সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিউল আলম (৪৪) ও ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের মো. জাহিদ সেখের ছেলে মিলন সেখ (২৭)। এ ব্যাপারে বোয়ালমারী থানার পুলিশ উপপরিদর্শক শফিকুল আলম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন; মামলা নম্বর ৩৪।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে জানান। সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে ৭ জনকে মাদকসহ গ্রেপ্তার করেছে, মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
নিজস্ব প্রতিনিধি 




















