শাকিল মিয়াঃ
বরগুনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানকালে নজরুল ইসলাম মোল্লার সঙ্গে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রার্থীর প্রতিক্রিয়া: মনোনয়নপত্র জমা দেওয়ার পর নজরুল ইসলাম মোল্লা সাংবাদিকদের বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাকে বরগুনা-১ আসনের জনগণের সেবা করার সুযোগ দেওয়া হয়েছে। এই আসনটি বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষের জয় হবে।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে যেতে চান। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা যেন ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
স্থানীয় পরিস্থিতি: নজরুল ইসলাম মোল্লার মনোনয়নপত্র জমাদানের খবরে বরগুনা শহরসহ নির্বাচনী এলাকার সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের মাঠ তৈরিতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং কেন্দ্র থেকে ঘোষিত সকল নির্দেশনা মেনে প্রচার-প্রচারণা চালানো হবে।
উল্লেখ্য, বরগুনা-১ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দলেরই বিশাল জনসমর্থন রয়েছে। ফলে নজরুল ইসলাম মোল্লার প্রার্থিতা এই নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
শাকিল মিয়া, বরগুনা জেলা প্রতিনিধি 




















