মানিক কুমার দাসঃ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর তিন সংসদ আসনে বাংলাদেশ জামায়াতে মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার বেলা বারোটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মোঃ বদর উদ্দিন, টিম অঞ্চল সদস্য শামসুল ইসলাম আল বরাটি, জেলা নায়েবে আমির আবু হারিস মোল্লা, জেলা সরকারি সম্পাদক এস এম আবুল বাশার, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ রেজাউল। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান
দীর্ঘদিন দেশের জনগণ ভোট দিতে পারেনি । আর তাই এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিগত দিনের জনগণ তাদের ভোট দিতে পারেনি আর তাই এ বছর নির্বাচনে তারা ভোট দেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন ।
সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে নির্বাচনে তিনি জয় লাভ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নির্বাচন বিজয়ী হতে পারলে ফরিদপুর তিন আসনের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করতে পারবেন এরমধ্যে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা রাস্তাঘাটের উন্নয়ন , আইনশৃঙ্খলার ব্যবস্থা, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড গঠন করার জন্য নির্বাচন কমিশন নিকট দাবি জানান। এ সময় তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় ফরিদপুর জেলা জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















