মানিক কুমার দাসঃ
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন পিয়াল, যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান শিপন।
প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম জানান, নির্বাচনী তফসীল মোতাবেক ফরিদপুর প্রেসক্লাবের কাযনির্বাহী কমিটির ১৮টি পদে প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় উক্ত পদে তফসীল অনুযায়ী নির্বাচনে জমাকৃত ১৮ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্বীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
নির্বাচন কমিশন আরও জানায়, গত ১২ ডিসেম্বর মনোনপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল, এতে কবির-পিয়াল- শিপন পরিষদ ছাড়া অন্যকেউ জমা না দেওয়ায় তাদের নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
যারা বিনা প্রতিদ্বন্বীতায় নির্বাচিত হয়েছেন, তারা হলেন- সভাপতি- দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী,
সাধারন সম্পাদক পদে স্থানীয় দৈনিক ফতেহাবাদের মাহাবুর হোসেন পিয়াল, যুগ্ম সাধারন সম্পাদক পদে এখন টেলিভিশনের প্রতিনিধি মফিজুর রহমান শিপন।
এছাড়াও সহসভাপতি পদে গাজী টিভির শেখ মনির হোসেন, দিনকালের নুরুল ইসলাম আনঞ্জু এবং সংগ্রাম পত্রিকার আশরাফুজ্জামান দুলাল,
অর্থ সম্পাদক পদে চ্যানেল আইয়ের শাহাদাত হোসেন তিতু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (ভোরের কাগজ) বিভাষ দত্ত, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক (আজকের সারাদেশ) মুইজ্জুর রহমান খান, ক্রীড়া সম্পাদক (আজকের পত্রিকা) শ্রাবন হাসান।
কমিটির নির্বাহী সদস্য হলেন মানিক দাস (সময়ের প্রত্যাশা); বিকে সিকদার সজল (সময় টিভি); রুহুল আমীন (বৈশাখী.কম); এস.এম রুবেল (দৈনিক কুমার); এস এম জাহিদ (বুদ্ধিযুদ্ধ) এবং নির্মল কুমার বিশ্বাস নয়ন ( জাগো নিউজ) ।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















