মানিক কুমার দাসঃ
দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ রবিবার বেলা দুইটা ৩০ মিনিট থেকে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত জুলাই ৩৬ স্তম্ভের সামনে শরীফ আদনান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈষম্য কর্মসূচি পালিত হচ্ছে।
ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনে অগ্র সেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ ফরিদপুরে ও এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কাজী রিয়াজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনিসুর রহমান সজল সদস্য সচিব সিনিয়র যুগ্ন আহবায়ক
এনামুল চৌধুরী, তানভীর তন্ময়, যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ নাঈম ইসলাম, মেহেদী হাসান সহ মুখপাত্র প্রমুখ ।
এ সময় তারা অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির জন্য সরকারের নিকট দাবি জানান। এবং অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা নাহলে আরো ব্যাপক কর্মসূচির হুঁশিয়ারি প্রদান করেন। এ সংবাদ লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















