মোহাম্মদ আবু নাছেরঃ
নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াল বিএনপি। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর সেনবাগে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেন ২৬৯ নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “এই আসনের মানুষ পরিবর্তন চায়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।” তিনি আরও জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি বিজয়ের পথে এগিয়ে যাবেন।
মনোনয়ন জমা ও প্রেস ব্রিফিংকে ঘিরে সেনবাগ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জয়নুল আবেদীন ফারুকের মনোনয়ন জমা দেওয়ার মধ্য দিয়ে নোয়াখালী-২ আসনে নির্বাচনী লড়াই নতুন মাত্রা পেল, যা আগামী দিনে আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি 




















