সেলিম সানোয়ার পলাশঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন ফরম গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার নাজমুস সাদাত ও গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশনার পারভেজ মোশাররফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা সদস্য সদর উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব এবং গোদাগাড়ী বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, “সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।”
গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশনার পারভেজ মোশাররফ জানান, “এ আসনে এখন পর্যন্ত এক জনই মনোনয়ন ফরম জমা দিয়েছে।”
এদিকে, গোদাগাড়ীতে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ডিসি অফিস ও তানোর উপজেলা নির্বাহী অফিসে মনোনয়ন ফরম জমা দেন মো. শরীফ উদ্দিন ।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 




















