মোহাম্মদ আবু নাছেরঃ
সেনবাগের গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
শনিবার (২৭ ডিসেম্বর ) সন্ধ্যায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি আসন্ন জাতীয় নির্বাচন, এলাকার উন্নয়ন ভাবনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা তুলে ধরেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, “সেনবাগবাসী পরিবর্তন চায়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি আগামী নির্বাচনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
তিনি আরও জানান, আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সেনবাগের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি 




















