সোহাগ কাজীঃ
মাদারীপুরের উত্তর দুধখালি তালতলা বাজার সংলগ্ন শামচুন নাহার ফাউন্ডেশন প্রাঙ্গণে আজ দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তা কর্মসূচি পালিত হয়েছে। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই অলাভজনক প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বিশেষ করে প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী মোঃ নুরুল ইসলাম গোলাম রসুল খালাসী এর ঐকান্তিক প্রচেষ্টায় এই ফাউন্ডেশনটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করছে মেডিকেল ক্যাম্পের বিবরণ আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ৯টা থেকে শুরু হয়ে টানা বিকাল ৩টা পর্যন্ত চলে যেখানে বিপুল সংখ্যক রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পে সেবা প্রদান করেন ডাঃ ফয়সাল আহমেদ। এই মহতী উদ্যোগটি সার্বিকভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নূরুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আরিফ তালুকদার ফাউন্ডেশনের উল্লেখযোগ্য সেবাসমূহ মেডিকেল ক্যাম্প ছাড়াও শামচুন নাহার ফাউন্ডেশন নিয়মিতভাবে অসহায়দের সরাসরি সহায়তা এবং বিশুদ্ধ পানি সরবরাহে অনেকগুলো টিউবওয়েল স্থাপন করেছে।
এছাড়া অসহায়দের বাৎসরিক ভাতা প্রদান এবং ভবিষ্যতে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ এবং বয়স্কদের জন্য আরবী শিক্ষার কার্যক্রমও চালু রাখা হয়েছে শামচুন নাহার ফাউন্ডেশনের এই বহুমুখী সামাজিক কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিষ্ঠাতার পক্ষ থেকে জানানো হয়েছে যে ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বৃদ্ধি করা হবে যাতে এলাকার কোনো মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত না থাকে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
সোহাগ কাজী, মাদারীপুর সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 




















