ওবায়দুল হক মানিকঃ
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এরপর মুক্তিযুদ্ধে জীবন দেয়া শহীদদের স্মরণে এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত ও দোয়া করা হয়।
এরপর সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পড়ে শোনান কনস্যুলেটের কর্মকর্তারা।

অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান এবং উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি প্রবাসে বসবাসরত সবাইকে সংশ্লিষ্ট দেশের আইন ও শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানান। অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আমিরাতে বসবাসরত প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
পাশাপাশি কনস্যুলার সেবা সহজ করতে কনস্যুলেটের চলমান প্রচেষ্টার কথাও তিনি জানান। বিজয় দিবস উপলক্ষে কনস্যুলেট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কনস্যুলেট পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি 




















