আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ।
রবিবার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। পরে বিজিবির বিভিষন বিওপির টহল দল তাদেরকে আটক করে।
বিভিষন বিওপি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটককৃতরা জানায়, তারা বাংলাদেশী নাগরিক। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিল।
বিএসএফ সদস্যরা তাদের আটক করে বাংলাদেশে পুশইন করেছে। আটককৃতরা হলো খুলনা জেলার ডুমিরিয়া থানার কুলোটিয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ নজরুল (৪৭), একই গ্রামের মোজাহার আলীর মেয়ে মোসাঃ সালমা বেগম (৪০), একই জেলার তেরখাদা থানার কেটলা গ্রামের মো. নাজমুল ইসলামের মেয়ে মোছা. বিথি খাতুন (৯), ও যশোর জেলার অভয়নগর থানার ইছামতী গ্রামের মো. শামীম সরদারের মেয়ে মোছাঃ রুনা( ৩৬), একই গ্রামের মৃত মতি সিকদারের মেয়ে ছুফিয়া বেগম (৪০), একই থানার নাওলী গ্রামের মৃত মোদ্দাছের ফকিরের মেয়ে ।
মোছা. পারভিন (৪৮), একই জেলার ঝিকরাগাছা থানার বাকড়া গ্রামের মৃত ইয়ামদ্দীনের ছেলে মো. আব্দুল খালেক(৫৫), একই গ্রামের মনিরুল শেখের মেয়ে মোছা. রিয়ামনি (১২), একই জেলার সারসা থানার বারন্দীপাড়া গ্রামের মনিরুল শেখের মেয়ে মোছা. নাছিমা (৩৮), একই জেলার বেনাপুল থানার বাহাদুরপুর গ্রামের শহিদ ব্যাপারির মেয়ে ফরিদা বেগম (৪০), ঢাকা জেলার শাহআলী থানার মিরপুর নিউ সি ব্লক ১ এর আমজাদ পালোয়ানের মেয়ে মোছা. ফাতেম আক্তার (৩১), মানিকগঞ্জ জেলার সিংগার থানার মাধবপুর গ্রামের আখের ফকিরের ছেলে আলমাস আহমেদ (৩৬), সাতক্ষীরা জেলার কলরোয়া থানার হলুলিয়া গ্রামের জিহাদ সরদারের ছেলে অহিদ সরদার (৩৮), নড়াইল জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের মৃত বকসি মোল্লার মেয়ে মোছা. জরিনা বেগম (৩০), একই গ্রামের মো. ইমরান হোসেনের ছেলে মো. রাকিব (৯)। আটককৃতদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের নাম ঠিকানা ও ভোটার আইডি কার্ড যাচাই করে তাদের পরিবারের নিকট খবর দেওয়ার হয়েছে। তাদের পরিবারের লোকজন আসলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















