মোঃ আমিন হোসেনঃ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ঝালকাঠির নলছিটিতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য অপচেষ্টা চালায়। দিনটির স্মরণে সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন মুক্তিযুদ্ধের বুদ্ধিবৃত্তিক শক্তি। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি 




















