ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সময়ে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মৌগাছি ইউনিয়নের মুগরইল বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার সভাপতির বক্তব্যে তিনি শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরেন, এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমূখ।
সভাশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















