এস. এম সালমান হৃদয়ঃ
ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
সিইসি তার বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও প্রযুক্তিনির্ভর নির্বাচন আয়োজনের জন্য কমিশন সর্বাত্মক প্রস্তুত। একই দিনে গুরুত্বপূর্ণ “জুলাই সনদ” বিষয়ক গণভোটও অনুষ্ঠিত হবে, যাতে জনগণ সরাসরি সিদ্ধান্ত জানানোর সুযোগ পাবেন।
এই ঐতিহাসিক তফসিল ঘোষণাকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায় উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিডি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রতন। তিনি সিইসি ও নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা দেশের মানুষের প্রত্যাশাকে নতুনভাবে উজ্জীবিত করেছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।”
তিনি দেশবাসীকেও নির্বাচনকে সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 





















