মোঃ ইনামুল খন্দকারঃ
মধুখালী থানার অফিসার-ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান মধুখালী উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন, এসময় ফুলের তোড়া দিয়ে নবগত ওসিকে শুভেচ্ছা জানান মধুখালী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
বুধবার ( ১১ ডিসেম্বর) সকাল ১১ টায় মধুখালী থানার ওসির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি ফকির মো. তাইজুর রহমান সংবাদ কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আশা করি এই নির্বাচনটি হবে সর্বজন গ্রহণযোগ্য, নিরপেক্ষ-স্বচ্ছ নির্বাচন। নির্বাচন কেন্দ্রিক বদলি আমাদের দায়িত্বের দৃঢ়তাকে কঠিন ভাবে স্মরণ করিয়ে দেয়। সে কারণে নির্বাচন নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।” এবং মাদক বিষয়ে কোনো ছাড় নয়।
সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বেদনাশ্রু নিয়ে কোনো ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে, ইনশাআল্লাহ।” সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ওসি বলেন, “আমার দরজা সব সময় খোলা থাকবে।”
তিনি বলেন, “থানা সব সময় দালালমুক্ত থাকবে।”
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সরদার, মধুখালী উপজেলা প্রেসক্লাবের, সাধারণ সম্পাদক ইনামুল খন্দকার, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নুরনবী মিয়া, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য ফরিদুল ইসলাম সাগর, উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি রাজিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বকশী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমন শরীফসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে 





















