ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘আমি কোরআনে ২৫ জন নবীর দোয়া পড়েছি। তারা প্রত্যেকেই রাষ্ট্রক্ষমতা চেয়েছেন। এবার আমি মাজায় গামছা বেঁধে নেমেছি, কার্যকর করব ইনশাল্লাহ।
শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,যদি দেশের ৩০০ এমপির মধ্যে ১৫১ জন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারি, তাহলে এতদিন যা বলেছি, তা সংসদে বাস্তবায়ন করব।
আমির হামজা বলেন,আমরা জানিই না ভোট কেমন করে দিতে হয়। আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতেই নিতে চাইনি। এখন অনেকেই ফতোয়াবাজি করছে। প্রতিদিনই ফোন আসছে, আপনি লাইন মতো না থেকে বেলাইনে গেলেন কেন? আপনার লাইন ছিল কোরআন প্রচার করা, হঠাৎ এই রক্ত-পিচ্ছিল পথে এলেন কেন।
কর্মী ও সুধী সমাবেশে শহর জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতে আমির অধ্যাপক আবুল হাসেম, সাবেক আমির অধ্যক্ষ আলী মহসিন, সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়ারদার, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার 





















