মুস্তাফিজুর রহমানঃ
ফরিদপুরের চরভদ্রাসনে গত বৃহস্পতিবার (৪ডিসেম্বর) ৮বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে মসজিদের মক্তব শিক্ষক মোঃ মোজাম্মেল হক (২২) এর বিরুদ্ধে। মোজাম্মেল উপজেলার সদর ইউনিয়নের আব্দুল সিকদারের ডাঙ্গী (জামিয়া ইসলামীয়া মারকাজুল উলুম মাদ্রাসার) জামাত বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী ও একই ইউনিয়নের একটি জামে মসজিদের ইমাম। এ ঘটনার পরের দিন মেয়েটির মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। মোজাম্মেল নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাই এর ছেলে।
থানার অভিযোগ সুত্রে জানা যায় ঘটনার দিন সকাল ছয়টার দিকে শিশুটি প্রতিদিনের মতন ঐ মসজিদে আরবী শিখতে যায়। আরবী পড়ানোর এক পর্যায়ে মক্তব শিক্ষক মোজাম্মেল ঐ ছাত্রীকে আলাদাভাবে পড়ানোর কথা বলে মসজিদে রেখে দেয়। প্রায় এক ঘন্টা পর মসজিদ থেকে অন্যান্য শিক্ষার্থীরা চলে গেলে শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে তার স্যালোয়ার কামিজ খুলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে।
মেয়েটি চিৎকার করিলে তাকে ছেড়ে দেয় এবং এই ঘটনার কথা কারো কাছে না বলার জন্য তাকে টাকার লোভ দেখায়।মেয়েটি বাড়িতে এসে তার মাকে সব কিছু খুলে বলে। মেয়েটির মা ঐ মসজিদ কমিটির লোকদের বিষয়টি অবহিত করেন। পরে মসজিদ কমিটি ও ঐ ইমামের মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে কোন সুবিচার না পেয়ে শুক্রবার (৫ডিসেম্বর) মেয়েটির মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
এই ঘটনার বিষয়ে অভিযুক্ত ঐ ইমামের মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি শফিউল্লাহ বলেন ঘটনার দিন সকালে মসজিদ কমিটির সদস্যরা তাকে ফোন করে বলে তাদের মাদ্রাসার এক ছাত্র মক্তবের এক শিক্ষার্থীকে খারাপ ভাবে স্পর্শ করেছে। আমরা ঐ শিক্ষার্থীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে পড়া না পারার জন্য আমি মেয়েটিকে শাসন করেছি।আমরা এই ঘটনার পর মাদ্রাসা থেকে অভিযুক্ত মোজাম্মেলকে বহিস্কার করেছি।
ঘটনার সত্যতা স্বীকার করে শুক্রবার বিকেলে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রজিউল্লাহ খান বলেন এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটির সাথে ও তার পরিবারের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি।মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য কোর্টে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামী পলাতক থাকলেও তাকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি 





















