ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল Logo কালুখালীতে জাতীয় সমবায় দিবস পালিত Logo তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে কর্মবিরতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  !

আলিফ হোসেনঃ

রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলা অবস্থায় বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ছে।এদিকে ফেসবুকে ভাইরাল হবার পর পরই এনিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরোচক নানা গুঞ্জন, জনমনেও মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বেলাল হোসেন কর্মসূচি বিতর্কিত করতে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এই স্লোগান দিয়েছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের ন্যায় রাজশাহীতেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালনের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানদাতার নাম বেলাল হোসেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত  ছিলেন।

 

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে রামেক হাসপাতাল চত্বরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। এ সময় হাসপাতালের রক্ত পরীক্ষা, এক্স–রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকে। ফলে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগতদের ভোগান্তি পোহাতে হয়।

 

দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে তারা সম্মিলিতভাবে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে থাকেন। এর এক পর্যায়ে বক্তব্য দিতে শুরু করেন টেকনোলজিস্ট বেলাল হোসেন। এসময় দাবি আদায়ের বিভিন্ন যৌক্তিকতা ও বৈষম্যের চিত্র তুলে ধরেন তিনি। তবে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজের বক্তব্যের শেষ করেন তিনি। এসময় তাকে বেশ উৎফুল্ল দেখা যায়। এছাড়াও তার আশপাশে থাকা আন্দোলনকারীদের হাসাহাসি করতে দেখা গেছে।

 

মুহুর্তেই সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে বেলাল হোসেনকে একাধিকবার ফোন করলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো মন্তব্য জানা যায়নি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না।

 

দীর্ঘ সময় আমাদের অনেকভাবেই জোর করে এরকম স্লোগান দেওয়ানো হয়েছে। তাই আমার হঠাৎ করে মুখ থেকে স্লোগানটা বের হয়ে গেছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতির কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। আমার ভুলের জন্য সকল টেকনোলজিস্ট এর পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাচ্ছি। ইতিপূর্বে এরকম ভাষণ দেওয়ার কোন অভিজ্ঞতা আমার ছিল না। হঠাৎ করে আজকে ভাষণ দিতে গিয়ে ভুল করে বসেছি। আমি আবারও সকল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এর কাছে আন্তরিকভাবে আমার এই কথার জন্য দুঃখ প্রকাশ করছি।

 

আমার সহকর্মীসহ সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’ রাজশাহী জেলা মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) সভাপতি মামুন অর রশিদ বলেন, এখানে বিএনপিপন্থী আমাদের পেশাজীবী সংগঠন এমট্যাব এবং জামায়াতপন্থী পেশাজীবী সংগঠন এমটিএফ-এর যৌথ প্রযোজনায় এবং যৌথ ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম চলেছে। আর উনি যে বক্তব্য দিয়েছেন এটা আমার নখদর্পণে ছিল না। এটার জন্য সেই মূলত দায়ী। তাই যে বক্তব্য দিয়েছে তার বিষয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়পুরাতে মোমবাতি প্রজ্বলন

error: Content is protected !!

রাজশাহীতে কর্মবিরতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান  !

আপডেট টাইম : ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

আলিফ হোসেনঃ

রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলা অবস্থায় বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ছে।এদিকে ফেসবুকে ভাইরাল হবার পর পরই এনিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরোচক নানা গুঞ্জন, জনমনেও মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বেলাল হোসেন কর্মসূচি বিতর্কিত করতে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এই স্লোগান দিয়েছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের ন্যায় রাজশাহীতেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালনের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানদাতার নাম বেলাল হোসেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত  ছিলেন।

 

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে রামেক হাসপাতাল চত্বরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। এ সময় হাসপাতালের রক্ত পরীক্ষা, এক্স–রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকে। ফলে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগতদের ভোগান্তি পোহাতে হয়।

 

দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে তারা সম্মিলিতভাবে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে থাকেন। এর এক পর্যায়ে বক্তব্য দিতে শুরু করেন টেকনোলজিস্ট বেলাল হোসেন। এসময় দাবি আদায়ের বিভিন্ন যৌক্তিকতা ও বৈষম্যের চিত্র তুলে ধরেন তিনি। তবে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজের বক্তব্যের শেষ করেন তিনি। এসময় তাকে বেশ উৎফুল্ল দেখা যায়। এছাড়াও তার আশপাশে থাকা আন্দোলনকারীদের হাসাহাসি করতে দেখা গেছে।

 

মুহুর্তেই সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে বেলাল হোসেনকে একাধিকবার ফোন করলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো মন্তব্য জানা যায়নি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না।

 

দীর্ঘ সময় আমাদের অনেকভাবেই জোর করে এরকম স্লোগান দেওয়ানো হয়েছে। তাই আমার হঠাৎ করে মুখ থেকে স্লোগানটা বের হয়ে গেছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতির কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। আমার ভুলের জন্য সকল টেকনোলজিস্ট এর পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাচ্ছি। ইতিপূর্বে এরকম ভাষণ দেওয়ার কোন অভিজ্ঞতা আমার ছিল না। হঠাৎ করে আজকে ভাষণ দিতে গিয়ে ভুল করে বসেছি। আমি আবারও সকল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এর কাছে আন্তরিকভাবে আমার এই কথার জন্য দুঃখ প্রকাশ করছি।

 

আমার সহকর্মীসহ সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’ রাজশাহী জেলা মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) সভাপতি মামুন অর রশিদ বলেন, এখানে বিএনপিপন্থী আমাদের পেশাজীবী সংগঠন এমট্যাব এবং জামায়াতপন্থী পেশাজীবী সংগঠন এমটিএফ-এর যৌথ প্রযোজনায় এবং যৌথ ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম চলেছে। আর উনি যে বক্তব্য দিয়েছেন এটা আমার নখদর্পণে ছিল না। এটার জন্য সেই মূলত দায়ী। তাই যে বক্তব্য দিয়েছে তার বিষয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।


প্রিন্ট