মানিক কুমার দাসঃ
ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল দশটায় ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ আব্দুল্লাহ বিন কালাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সহ ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা তুলে ধরে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন ” সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনায় বর্তমানে ফরিদপুরের অবস্থা তুলনামূলক ভালো।
এক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক থাকা হচ্ছে। রাতে টহল ডিউটি বাড়ানো হয়েছে এবং শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নত করার চেষ্টা করা হচ্ছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধকল্পে চালকদের ডোপ টেস্ট এর উপর জোর দেন। তারা বলেন ফরিদপুর শহরের বাইরে থেকে আসা অটোরিক্সা ও ইজিবাইক গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে শহরের অভ্যন্তর যানজট মুক্ত থাকে।
শহরের ভাঙ্গা থেকে চার লেনের কাজ দ্রুত শুরু করা হবে। এছাড়া তালমা বাখুন্ডা এবং মহিলা রোডের সড়কের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত তা সংস্কারের পদক্ষেপ নেয়া হচ্ছে। মাদক রোধকল্পে সকল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং চালু রয়েছে। টিসিবি এবং ওএমএস ন্যায্য মূল্যের বাজারকে ভিন্ন মাত্রা দিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন, অবৈধ ইটভাটা ও মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ফরিদপুরের হাজী শরীয়তউল্লাহ বাজার সংলগ্ন বেইলী ব্রীজটি সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে বলে উক্ত সভায় জানানো হয়।
প্রিন্ট