সোলায়মান, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি
টাঙ্গাইল নাগরপুরে নলসন্ধ্যা বায়তুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে চেয়ারম্যান বাড়ি সংলগ্ন ২২ জানুয়ারি বুধবার বাদ যোহর থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদী প্রন্সিপাল, জামিয়া রাহমানিয়া শামছুল উলুম মাদ্রাসা ও মসজিদে বায়তুর রাহমান কেরানীগঞ্জ, ঢাকা।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামীম চৌধুরী বাবু বিশিষ্ট ব্যবসায়ী সদস্য, নাগরপুর উপজেলা বি এন পি, প্রধান অতিথি হিসেবে বক্তব্যতে তিনি বলেন, দেশে গত ১৭ বছরে এভাবে ওয়াজ মাহফিল চালানো যায় নাই, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমরা এখন স্বাধীন ভাবে কথা বলতে পারি আল্লাহ ও রাসূলের কথা মানুষের মাঝে পৌঁছে দেয়া যায় ওয়াজ মাহফিলের মাধ্যমে তিনি আরো বলেন ধর্মের পাশাপাশি দেশকে সমাজ কে দেশের মানুষকে ভালবাসতে হবে। দেশের অবস্থা ও পরিস্থিতি এখন বহিরাগত তারমানে বহিঃ বিশ্বে কিছু দেশ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কে নস্যাৎ করার চেষ্টা করাতছে সেদিকে আপাদের কে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ আমাদের দেশ যদি না থাকে তাহলে ধর্ম পালন করা কষ্ট হবে। পরিশেষে বলেন আগামী সংসদ নির্বাচনে বি এন পি থেকে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে এমপি প্রার্থী, সবার কাছে সমর্থন ও দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন মোঃ তোফায়েল আহম্মেদ মোল্লা চেয়ারম্যান সহবতপুর ইউনিয়ন পরিষদ ও সহ- সভাপতি উপজেলা বি এন পি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান লিয়াকত মোল্লা সহসভাপতি উপজেলা বি এন পি।
প্রিন্ট