ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে সাংবাদিক মনিরের পিতার মৃত্যু Logo চাঁদাবাজি, ঘুষ ও মামলা বাণিজ্য করলে অতীতের সরকারের পথ ধরতে হবে Logo খোকসায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা Logo মধুখালীতে সাংবাদিকের মা-বাবা সহ তিনজনকে কুপিয়ে জখম Logo নাগেশ্বরীতে সুপথে তরুণদের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ Logo রাজশাহীতে ইট ভাটা ও রাইস মিলে ভ্রাম্যমান আদালতে অভিযানঃ ২ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা Logo তানোরে আলুখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক Logo শালিখায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজ্জাদুর রহমান তরফদারের জানাজা সম্পন্ন Logo লালপুরে আন্ত:উপজেলা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo বালিয়াকান্দিতে চিকিৎসা অবহেলায় ক্লিনিকে নবজাতকের মৃত্যু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত পাঁচ

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো আতলাশপুর জেলেপাড়া এলাকায় ৫’শ মিটার দূরত্বের ব্যবধানে গতকাল ১জানুয়ারি বুধবার বেলা পৌনে ১০টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছে। ভোলাবো এলাকার কেবিএম ইটভাটার ইটবাহী মুড়াপাড়াগামী অবৈধ ইছারমাথা (ট্রলি) পরিবহনের চাপায় হৃদয় মিয়া (২২) নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। তার বাড়ি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায়। রাজধানীর ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে হৃদয়, মুন্না ও শান্ত নামের তিন বন্ধু খেজুরের রস পান করতে রূপগঞ্জে আসেন। খেজুরের রস পান করে ফিরে যাওয়ার সময় আতলাশপুর জেলেপাড়া এলাকায় তারা এ দুর্ঘটনায় পড়ে। আহত মুন্না ও শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সকাল ১০টার দিকে একই সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় কাঞ্চনগামী প্রাইভেটকার(ঢাকা মেট্টো-গ-৩৬-২৬৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়।

 

এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে গোলাম রহমানে ছেলে এবাদুল্লাহ(৬৮) ও ফালাইনার ছেলে রাম দাস(৬৫) নিহত হয়। নিহতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায়। এবাদুল্লাহ প্রাতঃভ্রমণে ও রাম দাস বাজার করতে এসে এ দুর্ঘটনায় পড়ে। প্রাইভেটকারের চালক রনিকে(২৮) আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত আবু তাহের(৪৮), রাধা মোহন(৬২), সামাতল সরকার(৫২), সৌরভ সরকার(২৮) ও অনিককে(২৬) স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইটবাহী অবৈধ ইছারমাথা পরিবহন জব্দ করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে সাংবাদিক মনিরের পিতার মৃত্যু

error: Content is protected !!

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত পাঁচ

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো আতলাশপুর জেলেপাড়া এলাকায় ৫’শ মিটার দূরত্বের ব্যবধানে গতকাল ১জানুয়ারি বুধবার বেলা পৌনে ১০টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছে। ভোলাবো এলাকার কেবিএম ইটভাটার ইটবাহী মুড়াপাড়াগামী অবৈধ ইছারমাথা (ট্রলি) পরিবহনের চাপায় হৃদয় মিয়া (২২) নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। তার বাড়ি রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায়। রাজধানীর ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে হৃদয়, মুন্না ও শান্ত নামের তিন বন্ধু খেজুরের রস পান করতে রূপগঞ্জে আসেন। খেজুরের রস পান করে ফিরে যাওয়ার সময় আতলাশপুর জেলেপাড়া এলাকায় তারা এ দুর্ঘটনায় পড়ে। আহত মুন্না ও শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সকাল ১০টার দিকে একই সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় কাঞ্চনগামী প্রাইভেটকার(ঢাকা মেট্টো-গ-৩৬-২৬৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়।

 

এসময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলে গোলাম রহমানে ছেলে এবাদুল্লাহ(৬৮) ও ফালাইনার ছেলে রাম দাস(৬৫) নিহত হয়। নিহতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায়। এবাদুল্লাহ প্রাতঃভ্রমণে ও রাম দাস বাজার করতে এসে এ দুর্ঘটনায় পড়ে। প্রাইভেটকারের চালক রনিকে(২৮) আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত আবু তাহের(৪৮), রাধা মোহন(৬২), সামাতল সরকার(৫২), সৌরভ সরকার(২৮) ও অনিককে(২৬) স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইটবাহী অবৈধ ইছারমাথা পরিবহন জব্দ করা হয়েছে।


প্রিন্ট