রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে ৩৩ বোতল বিদেশি মদসহ মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
.
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভূলতা ফাঁড়ি পুলিশের এসআই নিরঞ্জন নেতৃত্বে অভিযান চালিয়ে মনির হোসেনকে নিজ বাড়ি থেকে মাদকসহ আটক করা হয়।
.
পুলিশ জানান, মনির হোসেন দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
.
এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ বোতল বিদেশি মদ ও মদ তৈরি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট